জীবনের গল্প

প্রতিটি মানুষের জীবনেই একটা গল্প আছে! Inspirational Story.

প্রতিটি মানুষের জীবনেই একটা গল্প আছে।

সকালের ব্যস্ত ট্রেনে এক ২৪ বছর বয়সের যুবক অবাক চোখে উচ্ছ্বসিত কণ্ঠে তার বাবার দিকে তাকিয়ে শিশুদের মত চিৎকার করল,

“বাবা! দেখো গাছ গুলি সব দৌড়ে পালাচ্ছে।”

বাবা ছেলের দিকে তাকিয়ে হাসলেন। আশেপাশের মানুষরা অবাক চোখে বাবা আর ছেলের দিকে তাকিয়ে রইল যেন সার্কাস দেখছে।

ছেলেটি আবার চিৎকার করল, “বাবা!! দেখো মেঘগুলি আমাদের সাথে সাথে আসছে!”

পাশে বসা এক চাকরিজীবী অফিসগামী দম্পতি বিরক্ত হয়ে ছেলেটির বাবাকে জিজ্ঞেস করল, “আপনি আপনার ছেলেকে একজন ভালো মানসিক ডাক্তারের কাছে কেন নিয়ে যাচ্ছেন না?”

বাবা স্মিত হেসে বলল, “আমি ওকে পৃথিবীর সেরা ডাক্তারের কাছেই নিয়ে গিয়েছি। সত্যি বলতে আমরা হাসপাতাল থেকেই বাসায় যাচ্ছি। আমার ছেলে জন্মের পর থেকেই অন্ধ। আজ সে প্রথম পৃথিবী দেখছে।”

 

পৃথিবীর প্রতিটি মানুষেরই একটা নিজস্ব গল্প আছে। কারো ব্যাপারে পুরোপুরি না জেনে কিছু ভাবা এবং বলা থেকে বিরত থাকুন। সত্যি মাঝে মাঝে এত কঠিন হয় যা আমাদের অবাক করে দেয়।