২০২২ সালে বিশ্বের সেরা ৫ টি অনলাইন গেমস
বর্তমান যুগ এ অনেকেই মোবাইল বা কম্পিউটার গেমস এর উপরে আসক্ত। আর এই আসক্তি বৃদ্ধির অন্যতম কারণ হলো ভালো এবং উন্নত মানের গ্রাফিক্স এবং গেমপ্লে সম্পন্ন অনলাইন গেমস। উল্লেখ্য, এখানে সেরা ৫ টি অনলাইন গেইম নির্ধারন করা হয়েছে, যথাযোগ্য রিসার্চের উপরে ভিত্তি করে। মূলত প্রত্যেক টা গেইম এর পপুলারিটি, ফ্যানবেস, গেইম কোয়ালিটি এসবের উপরে ভিত্তি করে একটা rank সাজানো হয়েছে।
৫. Call of Duty Mobile
এটি একটি ব্যাটল রয়াল গেইম, COD কে পৃথিবীর অন্যতম সেরা শুটিং গেইম হিসেবে ধরা হয়। এর বিভিন্ন ভার্সন, যেমন মডার্ন ওয়ারফেয়ার, ব্ল্যাক অ্যাপস, ওয়ার জোন এগুলো গোটা বিশ্বে আলোড়ন তুলে দিয়েছে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে এক জন আরেকজনের সাথে খেলতে পারবে এই গেইম। বিশ্বের সেরা অনলাইন গেইমের মধ্যে কল অফ ডিউটি কে না রাখলেই নয়।
৪. Fortnite
উক্ত গেইম টি এপিক গেমস কোম্পানি এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে এবং এটিও আরেকটি ব্যাটল রয়েল গেইম। এই গেইম এ একসাথে ১০০ জন পর্যন্ত পার্টিসিপেট করতে পারে এবং গ্রুপিং করে ৪ জন একই টিমের হয়ে খেলা যায় । বিশ্বের বহু মানুষ এখন এই গেইম এ আসক্ত এবং এই আসক্তির অন্যতম কারণ হচ্ছে এই গেইমের ৪ ধরনের মড। যেগুলো কে বলা হয়, ব্যাটল রয়েল, পার্টি রয়েল, ক্রিয়েটিভ এবং সেইভ দ্যা ওয়ার্ল্ড।
৩. Apex Legend
এটি একটি ফ্রি অনলাইন ব্যাটল রয়েল গেইম। এটি মাইক্রোসফট, উইন্ডোজ, প্লে স্টেশন, x box সব গুলোতে খেলা যায়। এই গেইম টি ডু অর ডাই সিচুয়েশন এ শুরু হয়, যেখানে ৩০ জন এর একটি গ্রুপ অস্ত্র শিকার এর জন্য যুদ্ধ করে এবং নিজদের এনেমি থেকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে। এমন একটি আকর্ষণীয় হাইপ সিচুয়েশন জন্য এটি একটি ওয়ার্ল্ড এর অন্যতম সেরা অনলাইন গেইম।
২. Minecraft
Mojang নামক এক বিখ্যাত গেইম ডেভেলপিং কোম্পানি এই গেইম টি ডেভেলপ করে, এটি ওয়ার্ল্ড এর বেস্ট সেলিং অনলাইন গেইম গুলোর মধ্যে একটি এবং যার অসংখ্য চলমান ইউজার রয়েছে। এখানে গেইম এ যে যা খুশি করতে পারে। এবং এখানে দুই ধরনের পার্সপেক্টিভ থেকে খেলা যায় এবং কিছু ভিন্ন ধর্মী মড দিয়ে খেলা যাওয়ার কারণে এই গেইম অনেক পপুলারিটি লাভ করেছে
১. PUBG
এটি প্রায় অনুমেয় ছিল আপনাদের যে, PUBG পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অনলাইন গেইম। এই গেইম মূলত বাস্তবতা সম্পন্ন একটা গ্রাফিক্স এবং অসাধারণ গেইম প্লেইং সিস্টেমের জন্য এত বিখ্যাত। মূলত এর ব্যাটল রয়েল মড পৃথিবীর যেকোনো অনলাইন গেইম এর ধরা ছোঁয়ার বাইরে। এটি একটি লাস্ট ম্যান স্ট্যান্ডিং গেইম এবং এই গেইম বন্ধুরা মিলে একসাথে খেলতে পারে এবং এর পপুলারিটি গোটা বিশ্বে সবচেয়ে বেশি।
তো এই ছিল আমাদের রিসার্চ এর পর পাওয়া বিশ্বের সেরা ৫ টি অনলাইন গেইম এর লিস্ট। প্রতি বছরে ফ্যান বেইস আপ ডাউন এর উপরে ডিপেন্ড করে এই লিস্ট চেঞ্জ হতে পারে। তো এই ছিল ২০২২ সালের সর্বশেষ সেরা অনলাইন গেইম গুলো।